সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বাস/ট্রাক চালক নিয়োগ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পেরেশন (বিআরটিসি)-এর অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য ১০০ জন শূন্য পদে চালক নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম- অপারেটর,গ্রেড-সি

◾ সংখ্যা - ১০০ টি

◾বেতন - জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৬তম গ্রেড ৯,৩০০-২২,৪৯০/- ও অন্যান্য আর্থিক সুবিধা। 

◾বয়স -নূন্যতম ১৮ বছর অনুর্ধ্ব ৩০ বছর (২৮/০৮/২২খ্রিঃ) তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। 

Road Transport and Highways Department Bangladesh Road Transport Corporation Bus/Truck Driver Recruitment Circular.

প্রয়োজনীয় যোগ্যতা 

১। নূন্যতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

২। বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায়

কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩।প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর বিআরটিসি

কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনষ্টিটিউট, গাজীপুর থেকে ভারী

যান চালনার উপর কমপক্ষে ১৫ দিনের প্রশিক্ষণ

গ্রহণ করতে হবে।

৪। মেডিকেল টেষ্ট ও ডোপ টেষ্টে যোগ্য বিবেচিত হতে হবে। 


যে সব জেলার বাসিন্দা/নাগরিকদের আবেদন করার প্রয়োজন নেই (এতিম ও শারিরিক প্রতিবন্ধীদের জন্য

প্রজোয্য নয়)

ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর,মানিকগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর,টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা,চাঁদপুর, কুমিল্লা, লক্ষীপুর,বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর,

নড়াইল, বরগুনা, বরিশাল, ভোলা,ঝালকাঠী, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া ও নওগাঁ।

Road Transport and Highways Department Bangladesh Road Transport Corporation Bus/Truck Driver Recruitment Circular.
প্রয়োজনীয় নির্দেশনাবলী 

আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল নম্বরসহ), জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষরসহ নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:

◾ সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

◾ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

◾শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের (২ কপি) সত্যায়িত ফটোকপি।

◾ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

◾এটিম ও শারীরিক প্রতিবন্ধি সকল জেলা হতে আবেদন করতে পারবে।

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। BRTC Job Circular 2022.

◾মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে।

◾নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র)।‘চেয়ারম্যান বিআরটিসি’ বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এর বরাবরে যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।

◾ প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কণ্যা অথবা পুত্র-কণ্যার পুত্র-কণ্যা হলে আবেদনে উল্লেখসহ ঐ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট,

◾সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জন্ম তারিখের প্রমানপত্র, মুক্তিবার্তা/গেজেটের কপি যথাযথভাবে উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্রের সত্যায়িত কপি

◾দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কণ্যার পুত্র-কণা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকো আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাছাড়া, অন্যান্য কোটায় আবেদন করলে আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণাদিসহ উল্লেখ করতে হবে।

◾ নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না।

◾সকল চাহিত সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির (গেজেটেড/নন-গেডেটেড) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

◾চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের জামানত বাবদ ১০,০০০ (দশ হাজার) টাকা বিআরটিসি হিসাব বিভাগে জমা প্রদান করতে হবে।

◾ আবেদনপত্র আগমী ২৮/০৮/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি/কুরিয়ার সার্ভিস/ডাকযোগে পৌঁছাতে হবে।

◾শূন্যপদ পুরণ সংক্রান্ত বিষয়ে সরকারের নির্ধারিত কোটা ও বিধি-বিধান/অনুসরণ কর হবে।

◾খামের উপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

◾আবেদনে ভুল, মিথ্যা তথ্য থাকলে বা কোন তথ্য গোপন করলে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

◾ কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।





সরকারী চাকরির খবর সবার আগে পেতে সাথেই থাকুন।

সরকারী চাকরির খবর, সরকারী চাকরির খবর ২০২২, চলমান সরকারী চাকরির খবর, এ সপ্তাহের সরকারী চাকরির খবর, সকল সরকারী চাকরির খবর, আজকের সরকারী চাকরির খবর, নতুন সরকারী চাকরির খবর ২০২২, নতুন সরকারী চাকরির খবর, সরকারী চাকরির খবর ওয়েবসাইট ইত্যাদি।


সরকারি জব সার্কুলার ২০২২

জব সার্কুলার, বাংলাদেশ সরকারি জব সার্কুলার ২০২২,

প্রাইভেট জব সার্কুলার ২০২২, কোম্পানি জব সার্কুলার ২০২২, জব সার্কুলার ২০২২ সরকারি, মার্কেটিং জব সার্কুলার ২০২২, পুলিশ জব সার্কুলার ২০২২, রেলওয়ে জব সার্কুলার ২০২২, বিডি জব সার্কুলার ২০২২, অনলাইন জব সার্কুলার, অফিসিয়াল জব সার্কুলার, আর্মি জব সার্কুলার ২০২২, আর্মি সিভিল জব সার্কুলার,  ইলেকট্রিক্যাল জব সার্কুলার, ইপিজেড জব সার্কুলার ইত্যাদি খুজে চাকরির খবর পেতে পারেন।


Govt Job Circular 2022

govt job circular, govt job circular 2022, non govt job circular 2022, recent govt job circular 2022, govt job circular 2022 hsc pass, hsc pass govt job circular 2022, upcoming govt job circular 2022, bd govt job circular 2022, govt job circular আজকের, govt job circular আজ, govt job circular ইন বাংলাদেশ, সরকারি চাকরির খবর bd govt job circular 2022 এগুলা লিখে সার্চ করবেন অনলাইনে। 



Post a Comment

Thanks for nice comment.

নবীনতর পূর্বতন