চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির চিকিৎসা কেন্দ্র ও অফিসের জন্য। নিচের পদে লোক নিয়োগ করা হবে। 
প্রতিষ্ঠানের ঠিকানাঃ অবসর ভবন, বাড়ী নং- ৭৫/এ, রোড নং- ৫/এ, ধানমন্ডি- আ/এ, ঢাকা-১২০৯

আবেদনের জন্য কোন ফি লাগবে না।

পদের নাম ও সংখ্যা

১. পরিচালক (প্রশাসন ও অর্থ) - ১ টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা- -স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক/ স্নাতকোত্তর

অভিজ্ঞতা-প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে অথবা অবসরপ্রাপ্ত উপ- সচিব। 

সর্বোচ্চ বয়সসীমা- সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৫ বৎসর / চুক্তিভিত্তিক ৬২ বছর।

বেতন- জাতীয় বেতন স্কেল/আলোচনা সাপেক্ষে


২.পদের নাম ও সংখ্যা -কনসালটেন্ট (মেডিসিন) - ১ টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-এম বি বি এস/স্নাতকোত্তর।

অভিজ্ঞতা ও সর্বোচ্চ বয়সসীমা-সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৫ বছর/ চুক্তিভিত্তিক ৬২ বছর।

বেতন-জাতীয় বেতন স্কেল/আলোচনা সাপেক্ষে

৩.পদের নাম ও সংখ্যা-গাইনোকলজিস্ট (জুনিয়র কনসালটেন্ট)- ১টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-এম বি বি এস/স্নাতকোত্তর। সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৫ বৎসর / চুক্তিভিত্তিক ৬২ বছর।
বেতন-জাতীয় বেতন স্কেল/আলোচনা সাপেক্ষে

৪.পদের নাম ও সংখ্যা-ডায়াবেটিস চিকিৎসক- ১টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -এম বি বি এস/স্নাতকোত্তর। সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৫ বৎসর / চুক্তিভিত্তিক ৬২ বছর।

বেতন-জাতীয় বেতন স্কেল/চুক্তিভিত্তিক (আলোচনা সাপেক্ষে)


৫.পদের নাম ও সংখ্যা-সংরক্ষণ প্রকৌশলী- ১টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাওঅভিজ্ঞতা-ডিপ্লোমা প্রকৌশলী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে তিন বছর ও চুক্তিভিত্তিকের ক্ষেত্রে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন। 

বেতন-জাতীয় বেতন স্কেল গ্রেড ১০ (আলোচনা সাপেক্ষে)

৬.পদের নাম ও সংখ্যা-লাইব্রেরীয়ান- ১টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -
স্নাতক পাশসহ লাইব্রেরী সায়েন্সে | ডিপ্লোমা ও তিন বছরের অভিজ্ঞতা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩০ বৎসর চুক্তিভিত্তিক ৬২ বছর।

বেতন-জাতীয় বেতন স্কেল গ্রেড ১০ (আলোচনা সাপেক্ষে)

৭.পদের নাম ও সংখ্যা-ডেন্টাল টেকনিশিয়ান- ১টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -
এস এস সি পাস / সমমান সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট কোর্স ও তিন বছরের অভিজ্ঞতা/চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৫ বৎসর / চুক্তিভিত্তিক ৬২ বছর।


বেতন-জাতীয় বেতন স্কেল- ১৬ গ্রেড চুক্তিভিত্তিক (আলোচনা সাপেক্ষে)

৮.পদের নাম ও সংখ্যা-নিরাপত্তা প্রহরী- ১টি

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -
৩৫ বৎসর / চুক্তিভিত্তিক ৬২ বছর। জে এস সি / সমমান পাশ। ৩০ বছর।

বেতন-জাতীয় বেতন স্কেল-২০ মেড

চাকরির প্রার্থীকে নিম্নোক্ত ডকুমেন্টসগুলি দিয়ে আবেদন করতে হবে-

১.আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত 
২.শিক্ষাগত যোগ্যতা ও চাকুরীর অভিজ্ঞতার সনদপত্র ৩.সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

আগামী ২২ আগস্ট, ২০২২ তারিখের মধ্যে উপরের ঠিকানায় আবেদন করতে হবে। উল্লেখ্য, নিয়োগের ক্ষেত্রে সরকারি কোটা(মুক্তিযোদ্ধা, উপজাতি বা ক্ষুদ্র-নৃগোষ্ঠী, প্রতিবন্ধী) পদ্ধতি অনুসরণ করা হবে।
আপনার যদি এসব বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন হয় তবে আবেদন করতে পারবেন। 

Bangladesh Retired Government Employees Welfare Association Recruitment Circular 2022.


 পরীক্ষা পদ্ধতি বা মুল্যায়ন-সাধারণ নিয়োগের ক্ষেত্রে আমরা যা দেখি তা হলো আমাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হয়।তারপর যদি সর্বোচ্চ গ্রেড পাওয়া যায় তবে মৌখিক পরীক্ষা জন্য ডাকা হয়। অভিজ্ঞতা বিষয়ক চাকরিগুলো বেশির ভাগই সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হয় কিন্তু প্রার্থী বেশি হলে আপনাকে লিখিত পরীক্ষা নেবে।

চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।

নিয়োগের পরামর্শ ও করনীয়- আপনাকে লিখিত পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে হবে।প্রচুর সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক আলোচিত বিষয় জানতে হবে। বাংলা সাহিত্য, বাংলা ব্যকরণ, ইংরেজি সাহিত্য, ইংরেজি ব্যকরণ,সাধারণ গণিত এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উক্ত বিষয়ে সর্বোচ্চ ধারণা থাকতে হবে।
সবচেয়ে মৌলিক পরীক্ষার জন্য গুরুত্বারোপ করতে হবে।যেহেতু সব পদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী চেয়েছে। তাই আপনাকে আপনার অভিজ্ঞতা বর্ণনা করার সামর্থ্য থাকতে হবে এবং সবশেষে বলব উপস্থিত বুদ্ধি থাকা জুরুরি। সেজন্য আপনাকে পরীক্ষার দুই বা তিন দিন পূর্বে বাড়িতে বসে এসব বিষয় অনুশীলন করতে হবে।

Post a Comment

Thanks for nice comment.

নবীনতর পূর্বতন