সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। (পেট্রোবাংলার একটি কোম্পানি) Sylhet Gas Fields Limited (A Company of Petrobangla)

নিয়োগ বিজ্ঞপ্তি

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্নিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

Sylhet Gas Fields Limited Job Circular 2022.


১.পদের নাম-জুনিয়র জেনারেটর অপারেটর

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৬

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা -কারিগরি শিক্ষা বোর্ড হইতে এসএসসি(ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কারিপরিবিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

২.পদের নাম-জুনিয়র প্লান্ট অপারেটর

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-


  • পদ সংখ্যা -১৬

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-কারিগরি শিক্ষা বোর্ড হইতে এসএসসি(ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কারিপরি বিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

৩.পদের নাম-জুনিয়র ইন্সট্রুমেন্ট মেকানিক

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৩

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে এসএসসি(ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কারিপরিবিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

৪.পদের নাম-জুনিয়র ফিটার

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৪

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-কারিগরি শিক্ষা বোর্ড হইতে এসএসসি(ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কারিপরি বিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

৫.পদের নাম-জুনিয়র ইলেকট্রিশিয়ান

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৫

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-এসএসসি (ভোকেশনাল)পাশসহ অনুমোদিত প্রতিষ্ঠান হইতে জারীকৃত লাইসেন্স এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

৬.পদের নাম-জুনিয়র পাম্প অপারেটর

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৪

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-কারিগরি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি(ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

৭.পদের নাম-জুনিয়র লোডিং অপারেটর

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৬

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি(ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

৮.পদের নাম-জুনিয়র প্লাম্বার

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৩

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি(ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে কমপক্ষে ১ বৎসরের অভিজ্ঞতা।

৯.পদের নাম-জুনিয়র কম্পিউটার অপারেটর

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -১

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং টাইপিং গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে মিনিটে ৩৫ ও ৩০শব্দ এবং কম্পিউটার পরিচালনায় ১ বৎসরের অভিজ্ঞতাসহ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান পাস৷

১০.পদের নাম-জুনিয়র নিরাপত্তা হাবিলদার

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৫

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-এইচএসসি পাসসহ সামরিক/ আধা-সামরিক! পুলিশ! আনসার বাহিনীতে কমপক্ষে ১ বৎসরের পূর্ব অভিজ্ঞতা।

১১.পদের নাম-জুনিয়র স্টোর কিপার

  • গ্রেড -১৬

  • বেতন স্কেল (২০১৫)-৯৩০০-২২৪৯০/-

  • পদ সংখ্যা -৩

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- এইচএসসি/সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বৎসরের পূর্ব অভিজ্ঞতা।







সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নিয়োগের জন্য অনলাইনে আবেদনের কিছু শর্তাবলী  

১.Onlinc-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি :

ক.পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://sg/l.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

i.Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭-০৮-২০২২ সকাল

১০.০০ ঘটিকা

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৬-০৯-2022 বিকাল ০৫.০০ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ অবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ৩০০) এবং সাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ৪ প্রস্থ৮০) paxel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সহস্র সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।

Online আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit ' করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।প্রার্থী অনলাইন সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে Online-৫ পুরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করবেন। 


পেট্রোবাংলার চাকরির খবর ২০২২, Petrobangla gas fields Job circular 2022

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদন পত্র (Application Form)

পসহভাবে পুরণ করে নির্দেশনামও ছবি এবং সাক্ষর upload করে আবেদনপত্র submit  হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যায়। নির্ভুলভাবে আbmit করা ১০৮৪া হলে দুধ ২০টি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পরে উক্ত Applicant's Copy পৃথ্বী downloud পূর্বক দক্ষিণ ইউ করে

করবেন। Applicants কড়িতে একটি user ID নম্বর দেয়া

থাকবে এবং user নম্বর বাহার করে নিচের পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নাম্বারের মাধ্যমে ০২(দুই) টি SMS করে "পরীক্ষার ফি বাবদ ১১২/- (একশত হার) টাকা (পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সাউস চার্ভ ১২/-  অনধিক (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Onlinc-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও আবেদন জমা না নেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS: SGPL<<space> ser ID : Send করতে হবে 16222 নম্বরে।

Example SGFL ABCDEF

Reply-  Applicant's Name, Tk-112: will be charged as application fee. Your PIN is

12345678. To pay fee Type SGFL Space>Yes<Space>

PIN and send to 16222.

SMS SCFL<space>YES<spaceoPINK Send করতে হবে 16222 নম্বে

Example: SGFT. YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully jor SGFL

Application for <Post Name> user ID is jABCDEF) and Password (*********).

SMS টি পাঠানোর পর ফিরতি SMS Password me a password টি Admit card  Download সংরক্ষণ করবেন


প্রবেশপত্ৰ প্রাপ্তির বিষয়টি http://sgfl.teletalk.com ওয়েবসাইটে  এবং প্রার্থীর মোবাইল মাধ্যমে প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। 


Post a Comment

Thanks for nice comment.

নবীনতর পূর্বতন